ভারতের স্থলবাহিনীর অস্ত্রের ভাণ্ডার ভরিয়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। এর ফলে ভারতের স্থলবাহিনী ৭৩ হাজার অ্যাসল্ট রাইফেল পাবে। কলকাতা টুয়েন্টিফোর জানিয়েছে এই খবর।
রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই প্রস্তাবে সায় দিয়েছেন। যে অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে আসবে সেগুলো চিন সীমান্তে থাকা ভারতীয় সেনাদের সরবরাহ করা হবে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই রাইফেল মার্কিন সেনা তো বটেই অনেক ইউরোপের অনেক দেশও ব্যবহার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার