ঘানায় ফিরে যেতে আগ্রহী সাত হাজার নাগরিককে ফিরিয়ে নিতে রাজি না হওয়া দেশটির নাগরিকদেরকে ভিসা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আক্রায় যুক্তরাষ্ট্রের দূতাবাস শুধু আমেরিকায় নিয়োগপ্রাপ্ত ঘানার সরকারি কর্মকর্তাদের ভিসা দেবে। খবর বিবিসি।
দূতাবাসটির এক বিবৃতিতে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ঘানার কূটনীতিকদের দেশীয় কোনো কর্মীকে ভিসা দেওয়া হবে না।
আরও বলা হয়, সরকার ও সংসদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরাও বিধিনিষেধের আওতায় পড়বে। এক্ষেত্রে ভিসার সংখ্যা ও মেয়াদ কমিয়ে দেয়া হবে।
কিন্তু একটি ভিসা আবেদন প্রক্রিয়া থেমে থাকা মানেই তা প্রত্যাখ্যাত হওয়া নয়। এর মানে হলো নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে বলেও জানানো হয় দূতাবাসটির পক্ষ থেকে।
গত বছর এসব নাগরিকদের বিষয়ে জানতে চাওয়া হয় ঘানার কাছে। যুক্তরাষ্ট্র এই সাত হাজার মানুষকে তাদের ভিসার শর্ত না মানাসহ একাধিক অভিবাসন অপরাধে অভিযুক্ত করে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি কির্স্টজেন নিয়েলসেন এক বিবৃতিতে বলেন, ঘানা তাদের নাগরিককে আদেশ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। অথচ আন্তর্জাতিক আইন অনুসারে এটা করতে তারা বাধ্য।
বিডি প্রতিদিন/হিমেল