ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে এই বছর ৭৩ ভারতীয়কে আটক করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। শনিবার শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানান বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ভারতে পাঠানো হবে বলেও জানান লঙ্কান সরকারি কর্মকর্তারা।
এদিন রাজধানী কলম্বো থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী মাতুগামার একটি ফ্যাক্টরিতে কর্মরত ৪৯ ভারতীয় নাগরিককে আটক করা হয় বলে জানিয়েছেন দেশটির ‘ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন ডিপার্টমেন্ট’র কর্মকর্তারা। তারা জানান, এসব ভারতীয়ের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
এছাড়া গত মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইনগিরিয়ার একটি ফ্যাক্টরিতে কর্মরত আরও ২৪ ভারতীয়কে গ্রেফতার করা হয়। তাদেরকে মিরিহানার অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ