ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। গত ২৩ জানুয়ারির মাদুরোর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন ভেনেজুয়েলার সংসদের প্রেসিডেন্ট জুয়ান গুয়েইদো।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গুইদোকে সমর্থন দিলেও মাদুরোর পাশে দাঁড়ায় রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশগুলো। গতকাল শনিবারও কারাকাসে মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নেতৃত্বে সামাজিক বিপ্লবের ২০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মাদুরো বলেন, বিরোধীরা আগাম নির্বাচন চায়, তবে তাই হোক। আমিও রাজি আছি এবং এ সিদ্ধান্তে অবিচল আছি।
সূত্র: আরটিই
বিডি প্রতিদিন/ফারজানা