ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। এ বিষয়ে গত শুক্রবার ট্রাম্প টুইট করে জানান, কিম জং উনের সঙ্গে বৈঠক এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার অপেক্ষা করছি।
জানা যায়, ট্রাম্প-কিমের মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করে এসেছেন যুক্তরাষ্ট্রের উত্তর কোরীয় দূত স্টিফেন বাইগুন। যদিও বৈঠকটি কবে কোথায় হতে যাচ্ছে সেটা আগেই জানা গিয়েছিল, তারপরও তা নিয়ে তিনি সুনির্দিষ্ট আলোচনা করেছেন পিয়ংইয়ংয়ের সঙ্গে। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আবারও আলোচনায় বসবেন বাইগুন।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকে বসবেন। এর জন্য তিনি দিন নির্দিষ্ট করেছেন ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি। যদিও হোয়াইট হাউস থেকে আরও আগেই বিষয়টি জানা গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প-কিম চলতি মাসের শেষের দিকে বৈঠকে মিলিত হবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার