আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি থেকে আয়কৃত অর্থ যুক্তরাষ্ট্রের বদলে রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে ভেনেজুয়েলা। ইতোমধ্যে রাশিয়ার গ্যাজপ্রমব্যাংক এও-তে খুলেছে নতুন অ্যাকাউন্ট। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি পিডিভিএসএ’র পক্ষ থেকে ক্রেতাদের রাশিয়ার ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সরবরাহ করা হয়েছে।
পিডিভিএসএ’র পক্ষ থেকে বলা হয়েছে তেল কেনার অর্থ ওই অ্যাকাউন্টে জমা দিতে। এছাড়া প্রতিষ্ঠানটির জয়েন্ট ভেঞ্চারগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
বিডি প্রতিদিন/কালাম