গত তিনদিনে ইসরায়েলি কারাগারে মারা গেছে দুই ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি একটি টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
সবশেষ শনিবার ইয়াসির হামিদ নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এর আগে গত বুধবার মারা যান ৫১ বছর বয়সী অন্য এক বন্দী।
তারা দু'জনই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি বলে জানা গেছে। তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাদের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে দুই বন্দীকে হত্যা করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত