ভারতে মোটরসাইকেলের বহর নিয়ে 'ফিল্মি স্টাইলে' এক তরুণীকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার ইসেওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ২১ বছরের ওই তরুণী গাড়ি করে ফিরছিলেন। গাড়িতে ছিলেন আরও এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ ধরে গাড়িটিকে নজরে রাখছিলেন ১০ জনের মতো একদল বাইক আরোহী। ইসেওয়াল গ্রামের কাছে আসতেই পথ আগলে দাঁড়ায় তারা। গাড়ি লক্ষ্য করে চলে পাথর, ইটবৃষ্টি। এরপর ওই তরুণীকে টেনে-হিঁচড়ে বের করে কাছাকাছি একটি খালের ধারের নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে তারা।
অভিযোগ পেয়ে গোটা ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ ধরা পড়েনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব