মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন গত ডিসেম্বর মাসে। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। তারই জের ধরে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা শুরু হবে।
এই প্রথম জেনারেল ভোটেল এ ইস্যুতে মন্তব্য করলেন। তিনি সোমবার বলেন, আমরা যেখানে যেতে চাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আমরা সে পথেই আছি।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে জেনারেল ভোটেল বলেন, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে। তবে সরেজমিন পরিস্থিতির ওপরই সবকিছু নির্ভর করবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ