৯ বছরের নাবালককে ধর্ষণ করার অভিযোগ উঠল ৩৬ বছরের নারীর বিরুদ্ধে। চিকিৎসকের কাছে গিয়ে নাবালক এই বিষয়টি জানালে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ৷
জানা যায়, প্রায় এক বছর ধরে ওই নাবালককে ধর্ষণ করা হচ্ছিল। এর জেরে মানসসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ছেলেটি ৷ অভিযুক্ত ওই নারী সম্পর্কে ছেলেটির আত্মীয় হয় ৷ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার থেনহিপাল্লামে।
ঘটনা সামনে আসতেই এরপর চাইল্ডলাইন কর্তৃপক্ষে বিষয়টি জানানো হয়। তারা ছেলেটির বয়ান রেকর্ড করে স্থানীয় থানায় সেই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে বেশ অনেকদিন ধরেই সমস্যা চলছিল। তার জেরেই ছেলেটির উপর নির্যাতন চালানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর