পাকিস্তানি হজ যাত্রীদের অতিরিক্ত সুবিধা দিতে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির হজযাত্রীদের একটি বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে হজ নিশ্চিত করতে 'রোড টু মক্কা' নামের ওই প্রকল্পটির উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এছাড়া পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ৮০ বছরের বেশি বয়সী জেষ্ঠ নাগরিকদের জন্য সৌদি আরবের বিমানে ১০ হাজার আসন বরাদ্দ করা হয়েছে। খবর ডন নিউজের।
এ বছরে রিয়াদ ১ লাখ ৭৯ হাজার ২ শ' ১০ জনের কোটার সঙ্গে আরও ৫ হাজার পাকিস্তানি হজ যাত্রীর সংখ্যা অনুমোদন করেছে।
ইসলামাবাদ ফ্রিতে হজ সুবিধা বন্ধ সিদ্ধান্ত নিয়েছে। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ হজ যাত্রীদের জন্য 'রোড টু মক্কা' নামে একটি সুবিধা গ্রহণের জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতা করে জিন্নাহ আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে স্বাভাবিকভাবে তীর্থ যাত্রীদের ঢুকতে ব্যবস্থা নিচ্ছে।
এ ছাড়া পাকিস্তানি কর্তৃপক্ষ হজ যাত্রীদের জন্য ই-ভিসাও চালু করার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/কালাম