বয়স মাত্র তিন মাস ১০ দিন। অর্থাৎ ১০০ দিন। জীবনের এই শততম দিনটি পালন করেই সোশ্যাল মিডিয়ায় রাজা হয়ে গেছে ইলিয়ট নোয়া ইয়ে।
কোরিয়ান বংশোদ্ভূত ইলিয়টের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। কোরিয়ান রীতি মেনে তার জন্মের শততম দিনে পালিত হয় ‘বায়েক-ইল’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে পুচকে ইলিয়টকে বসানো হয়েছিল ছোট্ট একটি চেয়ারের উপর। তার চারপাশে রাখা হয় নানাবিধ খাবার। কোরিয়ার পরম্পরা মেনে তাকে পরানো হয়েছিল ‘হানবক’। যার ফলে তাকে একেবারে রাজার মতো দেখতে লাগছিল।
মিষ্টি সেই ছবি টুইট করেন ইলিয়টের ফুফু লোরেন এবং মাত্র দু’দিনে তা ৪ লাখেরও বেশি লাইক ও কমেন্ট পায়।
স্বাভাবিকভাবেই এরপর ইনস্টাগ্রামেও প্রোফাইল খোলা হয় ইলিয়ট নোয়া ইয়ের।
এ যাবৎ ইনস্টাগ্রামে মাত্র ১০টি ছবি পোস্ট হয়েছে ইলিয়টের। কিন্তু ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে দু’হাজারেরও বেশি।
ছোট্ট ইলিয়টের ছবি সোশ্যাল মিডিয়ায় শুধু ভাইরালই হয়নি, তাকে নিয়ে তৈরি হচ্ছে ‘ফ্যান-আর্ট’ও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইন্ডিপেনডেন্ট’-এর সঙ্গে কথা বলতে গিয়ে লোরেন জানান, ১০০ দিনের অনুষ্ঠান চলাকালীন খুব শান্ত হয়েই নিজের চেয়ারে বসেছিল ইলিয়ট।
ইন্টারনেটের জনপ্রিয় এই শিশুটিকে ভালবেসেই তাই সকলে আখ্যা দিয়েছে ‘কিং ইলিয়ট’। অনেকে আবার তাকে ডাকছে ‘এম্পারর ইলিয়ট’ নামে।
বিডি প্রতিদিন/কালাম