আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নাগরিকসহ ৬ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ফিলিপাইন্স ও দক্ষিণ এশিয়ার আরেকটি দেশের নাগরিক রয়েছে।
শুক্রবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৯ ডিসেম্বর, ২০১৮ থেকে ২৮ জানুয়ারি, ২০১৯ এর মধ্যে বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সহায়তায় তাদের ব্যক্তিদের আটক করা হয় বলে বিবৃতিতে বলা হয়।
বাংলাদেশি এক নাগরিককে আটকের কথা বলা হলেও তার সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, গেল ১৯ ডিসেম্বর ওই বাংলাদেশিকে (৩১) ক্লাং এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া গত ১৯ ডিসেম্বর জোহর বারু এলাকা থেকে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। সিঙ্গাপুরের নাগরিক ওই ব্যক্তির সঙ্গে সিরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ার আইএস নেতা আকেল জয়নালের নিয়মিত যোগাযোগ ছিল।
সূত্র: স্টার অনলাইন
বিডি প্রতিদিন/কালাম