কাশ্মীরের পুলওয়ামা হামলায় নিহত জওয়ানের কফিন নিজের কাঁধে বইলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার জাতীয় পতাকায় মোড়া কফিনটি নিজের কাঁধে তুলে নেন রাজনাথ। অন্য দিকটি ধরেন কাশ্মীরের শীর্ষ পুলিশ অফিসার দীলবাগ সিং। তারপর একসঙ্গে কয়েক পা এগিয়ে যান তাঁরা। কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা, সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল পিআর ভাটনগর এবং দীলবাগ সিং-এর সঙ্গে নিশ্চব্দে দাঁড়িয়ে থাকেন রাজনাথ সিং। খবর হাফিংটনপোস্ট'র।
শুক্রবার শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে বুদগামে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, 'জওয়ানদের এই আত্মবলিদান বিফল যাবে না। দেশ এই বর্বরোচিত হামলার প্রতিশোধ নেবেই।' এসময় তিনি শহিদদের পরিবারের পাশে সরকার সবরকম ভাবে থাকবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় শ্রীনগর-জম্মু মহাসড়কে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ির আঘাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে সেনাবাহী একটি বাসে। এতে মৃত্যু হয় ৪৯ জন সেনা সদস্যের। জম্মু-কাশ্মীরে স্বাধীনতার পর এত বড় সন্ত্রাসবাদী হামলা এর আগে হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল