কাশ্মীরে সেনাবহরে আত্মঘাতী জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ আশ্বাস দেন।
তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাস মোকাবেলায় নিজেদের সুরক্ষিত রাখার অধিকার আছে নয়া দিল্লির।
প্রাণঘাতী এ হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বোল্টন।
শনিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ফোনালাপের কথা জানিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম