কানাডার ব্রাম্পটন শহরে নিজ কন্যাকে খুনের অভিযোগ উঠেছে রুপেশ রাজকুমার নামে এক বাবার বিরুদ্ধে। অভিযোগ, নিজ জন্মদিনে ১১ বছর বয়সী মেয়েটি তার বাবার হাতে খুন হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির ব্রাম্পটন শহরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, খুন হওয়া মেয়েটির নাম রিয়া রাজকুমার; বাবার নাম রুপেশ রাজকুমার। রিয়ার বাবা ও মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। মায়ের কাছেই থাকতো মেয়েটি। জন্মদিনের আনন্দটুকু বাবার সঙ্গেও উপভোগ করতে চেয়েছিল মেয়েটি।
রিয়াকে অপহরণ করেছে, তার মায়ের এমন অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যা ৭টা নাগাদ তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়া তার বাবার সাথে জন্মদিন পালন করছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের কাছে তাকে ফেরত দেওয়া হয়নি। রুপেশ তার নিজের এবং তার মেয়ের ক্ষতি করবে এমনটা রিয়ার মাকে জানিয়েছিল। এরপরই রিয়ার মা পুলিশকে বিষয়টি জানায়।
পুলিশ আরও জানায়, জন্মদিনে বাবার হাতেই খুন হয়েছে রিয়া। বাবার ঘর থেকেই উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এই খুনের অভিযোগে রুপেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন