রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি বিশ্ববিদ্যালয়ের চারতলা ভবন। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ পর্যন্ত ৮৫ জনকে ভবন থেকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে।
গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। একটি সূত্রে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ভবনের সংস্কার কাজ চলছিল। নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় সেটি ভেঙে পড়ে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, কমপক্ষে ২১ জন ভবনের ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। ফলে প্রাণহানির আশঙ্কা থাকছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছেন কি না, এখনও অবধি তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর