এক সময় বিশ্বকে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল দিয়েছিল তারা। এবার সেই রুশ কোম্পানি কালাশনিকভ বিশ্ববাজারে আনছে আত্মঘাতী ড্রোন। গত সপ্তাহে আবুধাবিতে সম্পন্ন হওয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে সেই আত্মঘাতী ড্রোনের ছোট মডেল প্রকাশ করল কালাশনিকভ।
ওই প্রদর্শনীতে বিশ্বের তাবড় অস্ত্র কোম্পানিগুলি তাদের নতুন এবং আধুনিক অস্ত্রের প্রদর্শন করে। এই আত্মঘাতী ড্রোনের নাম দেওয়া হয়েছে কেইউবি-ইউএভি। চার ফুট চওড়া, ৩০ মিনিটে ঘণ্টায় ৮০ মাইল বেগে উড়তে পারে। ছয় পাউন্ড বিস্ফোরক বহনের ক্ষমতা আছে এই ড্রোনের।
কালাশনিকভের শরিক রাশিয়ার জাতীয় অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি রস্টেকের চেয়ারম্যান সের্গেই কেমেজোভ বললেন, কালাশনিকভের যুগান্তকারী রাইফেল একে-৪৭'র মতোই কেইউবি-ইউএভিও হাল্কা, সস্তা এবং সহজে চালিত করা যাবে। যুদ্ধক্ষেত্রে এটা একটা নতুন পদক্ষেপ হবে বলেই আশা কেমেজোভের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর