তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ করে বলেছেন, সিরিয়া সীমান্তে প্রতিষ্ঠিত নিরাপদ অঞ্চলের নিয়ন্ত্রণ তার দেশের হাতে থাকা উচিত।
শনিবার সিএনএন তুর্ক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান একথা বলেন। তিনি বলেন, “আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা সিরিয়া সীমান্তে যে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চাইছে সে বিষয়ে আংকারার সঙ্গে সমন্বয় করতে হবে এবং এ ধরনের ব্যবস্থা নেয়া হলে তার নিয়ন্ত্রণ তুর্কি সামরিক বাহিনীর হাতে থাকা উচিত। কারণ সেটা আমাদের সীমান্ত।”
আমেরিকা যখন সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার না করে অন্তত ৪০০ সেনা রেখে দিতে চাইছে তখন এরদোগান এসব কথা বললেন। সিরিয়ায় বর্তমানে ২,০০০ সেনা মোতায়েন রয়েছে। যে ৪০০ সেনাকে সিরিয়ায় রেখে দেয়া হবে তারা সীমান্তে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা ও অন্য কিছু কাজ করবে। কিন্তু তুরস্ক সন্দেহ করে আসছে যে, আমেরিকা ও তার মিত্ররা ফোরাত নদীর পূর্বউপকূলে তৎপর সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে স্থায়ী ঘাঁটি গড়ার বিষয়ে সহায়তা করছে।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত