কাশ্মীরের পুলওয়ামা হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। এরই মধ্যে হামলার জন্য পাকিস্তানি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’কে দায়ী করে দেশটির (পাকিস্তান) বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আক্রমণের শিকার হলে ভারতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও।
উত্তপ্ত এই পরিস্থিতিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে ঠিকই। তবে, তা ব্যবহারে এই দেশ অনিচ্ছুক। প্রাক্তন কূটনীতিবিদ রাকেশ সুদের বই 'নিউক্লিয়ার অর্ডার ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি' বইটি প্রকাশ করার সময় মনমোহন সিং এই কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘ভারত হলো পৃথিবীর একমাত্র দেশ যার কাছে বিস্তৃত এবং আধুনিক শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত হুমকির সঙ্গে লড়াই করার জন্য আমাদের কাছে অস্ত্র থাকলেও সেগুলোকে মূলত অন্য কাজে লাগানোর ওপর জোর দেয়া হয়। যে কারণে পারমাণবিক বোমা নিয়ে ভারতের চিন্তাধারা বাকি দেশগুলোর তুলনায় স্বতন্ত্র"।
মনমোহন সিং বলেন, গত ৭০ বছরে পরমাণু বিজ্ঞান এবং তার কারিগরি প্রচুর উন্নতি করেছে। এখন তার ব্যবহারও অনেক সহজেই করা যায়।
মনমোহন সিং আরও বলেন, ‘বহু নেতাই এই কথা জানেন এবং বিশ্বাস করেন যে, পারমাণবিক বোমার ফলে নানা অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। এর ফলে এমন অবস্থাও সৃষ্টি হতে পারে, যা ১৯৪৫ সালের পর বিশ্ব দেখেনি। তবে এর বহুমাত্রিকতা এখন বিশ্ব অর্থনীতির কাছে জরুরি আলোচনার বিষয়। বিশ্ব রাজনীতি ও কূটনীতিতেও তার প্রভাব অস্বীকার করা যায় না।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ