মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জোর করে চুমু খাওয়ার অভিযোগ তুলেছেন আলভা জনসন নামের এক নারী। সোমবার এক মামলার শুনানিতে একথা জানান আলভা জনসন।
ফ্লোরিডার একটি জেলা আদালতের এক শুনানিতে ওই নারী বলেন, অন্যান্য নারীদের প্রতিও প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হয়রানিমূলক আচরণ করেছেন।
মামলায় বলা হয়েছে, নির্বাচনী অংশ থেকে গাড়িতে করে যাওয়ার সময় আলভা জনসনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন ট্রাম্প। তিনি জনসনের খুব কাছে চলে এসেছিলেন। জনসন জানান, নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন কিন্তু ট্রাম্প জোর করে তার মুখের পাশে চুুমু দেন।
ফ্লোরিডার ট্যাম্পায় ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ওই নারী। সমাবেশের আগে জোর করে চুমু খেয়েছিলেন ট্রাম্প।
তবে এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এমনকি এর আগেও বেশ কয়েকজন নারীর আনা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন