পাকিস্তানের প্রেসিড্ন্টে ডা. আরিফ আলভি বলেছেন, ''আমাদের অন্য কোনো দেশের বিরুদ্ধে কোনো খারাপ অভিপ্রায় নেই। তবে আমরা আমাদের মাতৃভূমিকে যেকোনো ধরনের হামলা থেকে রক্ষা করতে জানি।
মঙ্গলবার ইসলামাবাদে 'মিডিয়া এন্ড কনফ্লিক্ট' শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর রেডিও পাকিস্তানের।
আরিফ আলভি পাকিস্তানকে রক্ষার এমনই হুঙ্কারের কথা যখন শোনালেন, যার কয়েক ঘণ্টা আগে সীমান্ত রেখা এলওসি পেরিয়ে পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমান বাহিনী হামলা চালিয়েছে। এতে প্রায় ৩০০ 'জঙ্গি' প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, ''আমাদের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসবাদের বিপদ মোকাবেলা করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। সাহসী পাকিস্তানি সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের ক্ষোভকে যথাযথভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। এবং সমগ্র বিশ্ব সন্ত্রাসবাদের এই বিপদ কাটিয়ে উঠার জন্য আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে।''
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব