ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সিরিয়ার প্রতি সমর্থনকে আমরা প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন বলে মনে করি এবং তা ইরানের জন্য গর্বের বিষয়। মঙ্গলবার সকালে তেহরানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট বাশার আসাদ ও জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের কারণেই সিরিয়া বিজয় অর্জন করেছে এবং আমেরিকা ও তার আঞ্চলিক অনুচররা পরাজিত হয়েছে। ইরান সিরিয়াকে সহযোগিতা করতে পেরে গর্বিত।
তিনি বলেন, সিরিয়ায় সংকট শুরুর প্রথম থেকেই ইরান সিরিয় জনগণ ও সরকারের পাশে ছিল। সিরিয়ার সরকার জনগণকে সঙ্গে নিয়ে আমেরিকা, ইউরোপ ও তাদের আঞ্চলিক মিত্রদের সমন্বয়ে গঠিত মহাজোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বাশার আল আসাদ বলেন, সিরিয়া যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইরাকের চাপিয়ে আট বছরের যুদ্ধের মতো। ইরান অনেক ত্যাগ স্বীকার করেও আমাদের পাশে ছিল। সূত্র : পার্সটুডে
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন