কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। দুই দেশের জনগণের মাঝেই 'যুদ্ধ' আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করে ভারত। এতে প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে ভারত। যদিও তা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, তাড়া খেয়ে পালিয়েছে ভারতীয় যুদ্ধবিমান!
এদিকে ভোরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে যে বিমান হামলা চালিয়েছে তার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। সেই অস্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে যুদ্ধ বিমান থেকে একের পর এক বোমা ছোড়া হচ্ছে। দেখুন সেই ভিডিও-
বিডি প্রতিদিন/হিমেল