ভারতের প্রত্যাঘাত সামলাতে দিনভর সময় লেগেছে পাকিস্তানের। ধাক্কা সামলে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে কাশ্মীরের সাত জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানিক সীমান্তরক্ষী বাহিনী। নৌসেরা, আখনুর, কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ করে তারা। রাজৌরি এবং পুঞ্চ সেক্টরেও গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী।
যদিও চুপ করে বসে থাকেনি ভারতীয় সেনা। পাকিস্তানি বাহিনীর গুলি, মর্টার শেল বর্ষণের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। পাকিস্তান যে সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবে তা আগেই বুঝতে পেরেছিল ভারত। সেকারণেই প্রস্তুতি নেওয়াই ছিল। পাকিস্তানি রেঞ্জার্সদের গুলির জবাবে পাল্টা গুলি চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী।
ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পাকিস্তানি বাসিন্দাদের বাড়ি থেকে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। সিভিলিয়ানদের বাড়িগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। তবে পালটা হিসাবে সিভিলিয়ানদের বাড়িগুলি তাক করে গুলি চালাচ্ছে না ভারতীয় সেনা। শুধুমাত্র পাকিস্তানি পোস্টগুলি লক্ষ্য করেই গুলি চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর