ভারতের প্রত্যাঘাত সামলাতে দিনভর সময় লেগেছে পাকিস্তানের। ধাক্কা সামলে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে কাশ্মীরের সাত জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী। আর এসবের মাঝেই ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়াতে আরও একটি পদক্ষেপ নিল দেশটির সরকার।
ভারতীয় সেনার অস্ত্রাগারে আরও দু'টি মিসাইল যুক্ত হতে চলেছে। মঙ্গলবার ওড়িশা উপকূল থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় ওই দু'টি মিসাইল।
ভারতীয় সেনার জন্য এই মিসাইল দু'টি ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে তৈরি করেছে। ডিআরডিও'র সূত্রে জানা গেছে, বছরের যে কোন সময় যে কোন আবহাওয়াতেই এই মিসাইল দু'টি কাজ করতে সক্ষম। ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে যে কোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই দু'টি মিসাইল।
এর আগে এই ধরনের মিসাইলের দু'বার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। প্রথমবার হয়েছিল ২০১৭ সালের ৪ জানুয়ারি। পরের বার গতবছরের ৩ জুলাই। তার পর মঙ্গলবার আবার আরও একবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল।
এর আগে ফাইটার জেট সুখোই-৩০এমকেআই-এর জন্য একটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। ডিআরডিও'র একটি সূত্র থেকে জানা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে যে কোন লক্ষ্যে নিখুঁতভাবে বিমান থেকে ভূমিতে আঘাত হানতে পারবে এই মিসাইল দু'টি। জানুয়ারি মাসের ১৮ তারিখ এই দু'টি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ