কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। দুই দেশের জনগণের মাঝেই 'যুদ্ধ' আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। এতে প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। তবে তা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, তাড়া খেয়ে পালিয়েছে ভারতীয় যুদ্ধবিমান!
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নতুন জঙ্গি হামলার আশঙ্কা থেকেই বাধ্য হয়ে মঙ্গলবার পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরে আঘাত হানে ভারত। বিমানবাহিনীর অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক বিশ্বকে জানানো হয়েছে, যুদ্ধ নয়, কেবল আত্মরক্ষার্থেই প্রত্যাঘাত করেছে ভারত।
ফলস্বরূপ, মঙ্গলবার রাত পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন, চীন ও অস্ট্রেলিয়া সংযত থাকার পরামর্শ দিলেও দিল্লির সমালোচনা করেনি। ফ্রান্সের মতো দেশ সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে। কূটনীতিতে যাকে বড় সাফল্য বলেই মনে করছে ভারত।
সরকারি ভাবে ভারতের পক্ষ থেকে বালাকোটের জঙ্গি ঘাঁটিতে অভিযানের তথ্য জানিয়ে বিবৃতি দেন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। তিনি জানান, দেশে ফের জঙ্গি হামলার আশঙ্কা থাকায় মঙ্গলবার সকালে ‘নন মিলিটারি প্রিঅ্যাম্পটিভ অ্যাকশন’ নিতে বাধ্য হয় ভারত। আমেরিকা, ইজরায়েলের দিক থেকে এ ধরনের অভিযানের নজির থাকলেও, ভারতের কূটনৈতিক ইতিহাসে সম্ভবত প্রথম বার এই শব্দবন্ধনী ব্যবহার
সাউথ ব্লকের ব্যাখ্যা, আত্মরক্ষার্থে অসামরিক অভিযান বোঝাতেই ওই শব্দবন্ধনী ব্যবহার করা হয়েছে। ভারত বার্তা দিতে চেয়েছে যে, পাকিস্তানের সেনা বা নাগরিকদের ক্ষতি সাধন করা উদ্দেশ্য ছিল না। কেবল জঙ্গি নিধনের উদ্দেশ্যেই অভিযান হয়েছে। তাই আগের বার সার্জিক্যাল স্ট্রাইকের পরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাংবাদিক সম্মেলনে সেনার ডিজিএমও উপস্থিত থাকলেও, গতকাল মঙ্গলবার একাই বিবৃতি দিতে আসেন গোখলে।
আগামিকাল চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। সেখানে সে দেশের পররাষ্ট্র মন্ত্রী ছাড়াও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও বৈঠক করে পরিস্থিতি ব্যাখ্যা করবেন তিনি।
এদিকে চীন দু’পক্ষকে শান্ত থাকার কথা বলে যে প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে খুব একটা অখুশি নয় সাউথ ব্লক। চীনের পরে ইসলামিক দেশগুলির সঙ্গেও বৈঠকে বসার কথা সুষমার। সেখানে পাকিস্তানকে কীভাবে সুষমা সামলান, সেটাই এখন বড় চ্যালেঞ্জ ভারতের কাছে।
বিডি প্রতিদিন/হিমেল