শর্তসাপেক্ষে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদানের পক্ষে মত দিয়েছে ৮১ শতাংশ আমেরিকান। গ্যালাপ পরিচালিত সর্বশেষ এক জরিপে গত মঙ্গলবার এ অবস্থানের কথা জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের জরিপে অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে গ্রীণকার্ড প্রদানের পক্ষে ৮৪ শতাংশ আমেরিকান মত দিয়েছিল।
২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১০২২ জনকে নেয়া হয় এ জরিপে। এ সময় ৬১ শতাংশ বলেছেন যে, তারা অবৈধদের বহিষ্কারের বিপক্ষে।
জরিপে অংশগ্রহণকারিরা উল্লেখ করেছেন যে, নানা শর্তে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে গ্রীণকার্ডের পথ বেয়ে সিটিজেনশিপ প্রদান করা উচিত কোন ধরনের অপরাধে লিপ্ত নেই-এমন অবৈধদের। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনারও বিপক্ষে। এমন মতামত দিয়েছে ৬০ শতাংশ আমেরিকান। তবে অধিকাংশই আশা করছেন সীমান্তে রক্ষীর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, বর্তমানে সোয়া কোটি বিদেশী যুক্তরাষ্ট্রে বাস করছেন বেআইনীভাবে, এদেরকেই অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হয়। এরমধ্যে লক্ষাধিক বাংলাদেশীও রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার