ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান শহরে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি নিহত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪.২০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের মেমানদার এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর জি নিউজ'র।
খবরে বলা হয়, সোপিয়ানে সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে এমন খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী, সিআরপিএফ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ। মেমানদারের একটি বাড়িতে ৩ সন্ত্রাসবাদীকে আটক করা হয়েছে। এরা জইশ জঙ্গি গোষ্ঠীর বলেই খবর। তল্লাসি চালানোর সময় সন্ত্রাসবাদীরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়লে পালটা গুলি ছুঁড়ে তাদের প্রতিহত করে বাহিনী। এসময় ২ জইশ জঙ্গি নিহত হয়।
এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা।
বিডি প্রতিদিন/হিমেল