ভারত আকাশসীমা লংঘন করার কারণে দু'দেশের মধ্যে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে এমনটা দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জাতিসংঘের মহাসচিবকে এ চিঠি লেখেন। খবর রেডিও পাকিস্তানের।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে আরও বলেন, ভারতের এই আক্রমণাত্মক কাজটি এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, পুলওয়ামার ঘটনার পর থেকে ভারতের সরকার সন্ত্রাসবাদের অজুহাত দিয়ে দখলকৃত কাশ্মীরে মানবাধিকার লংঘনের গুরুতর অভিযোগ থেকে বিশ্বের মনোযোগ ফেরাতে হুমকিস্বরূপ বিবৃতি দিয়ে আসছে।
পাকিস্তানের পরারাষ্ট্রমন্ত্রী কুরেশি স্পষ্ট করেন যে, আত্মরক্ষার্থে যথাযথ পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।
এর আগে, মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভারতীয় লঙ্ঘনের বিষয়টি কূটনৈতিক কোরের সদস্যদের ব্রিফ করেন শাহ মেহমুদ কুরেশি।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব