দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। মঙ্গলবার ভারত-পাকিস্তান দু’পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে চীন। এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তেমনই পরামর্শ এলো। সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে তারা। সেই সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ জানিয়েছে দুই দেশকেই।
পুলওয়ামায় হামলার জবাবে মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। এই ঘটনায় সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় একটি বিবৃতি জারি করেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও।
তিনি বলেন, “সন্ত্রাস দমনে পদক্ষেপ নিয়েছে ভারত। সেই নিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা হয়েছে আমার। ভারত এবং গোটা উপমহাদেশে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছি তাকে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গেও কথা হয়েছে। যত দ্রুত সম্ভব দেশের মাটিতে নাশকতামূলক কাজকর্ম বন্ধ করতে ব্যবস্থা নিতে বলেছি তাকে।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ