সীমান্ত পার হয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছে পাকিস্তানের যুদ্ধবিমান। পাল্টা প্রস্তুত ভারতীয় বিমানবাহিনীও। এরইমধ্যে পাকিস্তানের যুদ্ধবিমান F-16 কে তাড়া করেছে SU-30।
এই পরিস্থিতিতে একের পর এক বৈঠক এবং সেই সঙ্গে হুঁশিয়ারি জারি করে চলেছে দেশ দুইটি। ভারতীয় বিমানবাহিনীর এয়ারস্ট্রাইক এবং সেই সঙ্গে একইদিনে দ্বিতীয়বার ভারতীয় সেনাদের পাকিস্তানের সেনা ক্যাম্প গুঁড়িয়ে দেয়ায় রীতিমতো পাল্টা জবাব দেয়া শুরু করেছে পাকিস্তান।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্র নিয়ে বৈঠক হয়েছে। বুধবারই ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে। যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত