ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তুরস্ক পাশে থাকার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেহলুত ক্যাভুসোগলু এ কথা জানান। খবর রেডিও পাকিস্তানের
কথোপথনের বিস্তারিত বিষয় শাহ মাহমুদ কুরেশি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, আবুধাবিতে আসন্ন ওআইসি বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়ার বিষয়েও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বিরোধিতা করার আশ্বাস দিয়েছেন।
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ মহাসচিব তাকে টেলিফোন করে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় তিনি যেভাবে কিংবা যে পদ্ধতিতেই হোক তার ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব