'পাকিস্তানের পরমাণু অস্ত্রের মান নাকি ভারতের চেয়ে ভালো'- এমনটাই দাবি পাকিস্তানের সাবেক পরমাণুবিজ্ঞানী সামার মুবারাকমান্দের। প্রায় দুই বছর আগে ইসলামাবাদে ‘পাকিস্তানে পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার: সুযোগ এবং সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। কিন্তু বুধবার পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে বৈঠক আহ্বান করায় পর দেশটি পরমাণু অস্ত্রে কতটা সমৃদ্ধ সেটা সামনে আসছে।
সেই সেমিনারে সামার মুবারাকমান্দ দাবি করেন, পাকিস্তানে পরমাণু ব্যবস্থা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আসায় দেশটি বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্রব্যবস্থা গড়ে তুলেছে। তিনি দাবি করেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রের মান, ক্ষমতা এবং নিরাপত্তাব্যবস্থা ভারতের তুলনায় ভালো।’
এ সময় তিনি আরও বলেন, ভারত ১৯৫৯ সাল থেকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা শুরু করে। এবং বিশ্বে ভারতের অবস্থান ভালো বলেও দাবি করেন পাকিস্তানি এই পরমাণুবিজ্ঞানী।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব