ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে রাজি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে পাকিস্তানে আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরয়ে দেয়ার ব্যাপারে আলোচনাতেও আপত্তি নেই পাকিস্তানের।
বৃহস্পতিবার পাকিস্তানের জিও টিভিকে দেয়া সাক্ষাত্কারে এই কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সংঘাত বাড়ানোর অভিপ্রায় নেই তাদের। তাই নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইমরান খান।
তবে সূত্রের খবর, অভিনন্দনকে ফেরাতে ভারত কোনও রকম আপষে যাবে না নয়াদিল্লি। নিঃশর্তে অভিনন্দনকে ফেরানোর দাবিই জানাবে তারা।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত