পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ভারতে ফেরত দেওয়ায় নোবেল পুরস্কারের দাবি উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য। কারণ যে ব্যক্তি কাশ্মীর সমস্যার সমাধান করবেন, তিনি উপমহাদেশের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার।
কিন্তু গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। যে ব্যক্তি কাশ্মীর সমস্যার সমাধান করে উপমহাদেশে শান্তি আনবেন এবং মানবতার উন্নয়ন করবেন, তিনিই এই পুরস্কারের যোগ্য দাবিদার’।
এদিকে, সীমান্তে ঘনিয়ে থাকা যুদ্ধের আবহের মধ্যেই গত সপ্তাহে সিওল শান্তি পুরস্কার পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখে প্রতিশোধের কথা বলে শান্তি পুরস্কার গ্রহণের জন্য তাকে এনিয়ে মমতা ব্যানার্জিসহ বিরোধীদের তির্যক মন্তব্যও শুনতে হয়েছে। অথচ নোবেল শান্তি পুরস্কারের দাবিদার না হতে চেয়ে মোদিকে প্যাঁচে ফেললেন ইমরান বলেই মনে করছে কূটনৈতিক মহল।
ইমরান খানেরর প্রশংসা করে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম টুইটারে লেখেন, আপনার অধীনে দেশের মানুষ ভালো আছে, ইতিবাচক ও নিরাপদ অনুভব করছে। নেতা, আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দরকার নেই, আমাদের চোখে আপনি এর মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছেন।
উল্লেখ্য, ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সাম্প্রতিক উত্তেজনা প্রশমন করায় ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইমরানের নাম প্রস্তাবের দাবি জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলি। ন্যাশনাল অ্যাসেমব্লি সেক্রেটারিয়েটে এই দাবিতে প্রস্তাবও জমা দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর