কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি দ্বীপে সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং চার আমেরিকান নাগরিক নিহত হয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের ন্যাশনাল পার্ক লেক তুর্কানার দূরবর্তী একটি দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
পরে এতে থাকা কেনিয়ান পাইলট এবং চার আমেরিকান নিহত হন। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে টুইটে কেনিয়ার ন্যাশনাল পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, দু’টি হেলিকপ্টার ন্যাশনাল পার্কের ল্যাবোলো ক্যাম্পে অবতরণ করেছিল। পরবর্তীতে যাবার সময় একটি নিরাপদে যেতে পারলেও দ্বিতীয়টি বিধ্বস্ত হয়। এখনও নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ