গ্রেফতার হতে পারেন ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। সোমবার গ্রেফতারের ঝুঁকি নিয়েই সস্ত্রীক দেশে ফিরেছেন তিনি। এদিকে, দেশটির বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে নিজ দলীয় সমর্থকরা।
বিমানবন্দরে সমর্থকদের অভিনন্দনে সিক্ত হুয়ান গুইদো জানিয়েছেন, গ্রেফতারের ঝুঁকি সত্ত্বেও দেশে ফিরেছেন তিনি। রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক ধসের হাত থেকে তিনি জনগণকে রক্ষা করতে চান।
প্রসঙ্গত, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর গত ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণও করে। কিন্তু চীন, রাশিয়া, তুরস্কসহ আরও কিছু দেশ মাদুরোর ওপরই আস্থা জ্ঞাপন করে। গত সপ্তাহে ত্রাণ প্রবেশ সমন্বয় করতে কলম্বিয়া সফরে যান গুইদো।
বিডি প্রতিদিন/এ মজুমদার