ইসরাইলি সহযোগিতায় পাকিস্তানে বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা করেছিল ভারত। তবে পাকিস্তানের পাল্টা জবাবের খবর আগেই পেয়ে তারা। এরপরই অই হামলা থেকে সরে আসে ভারত।
ইসরাইলি সহযোগিতায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে রাজস্থানের বিমানঘাঁটি থেকে ভারতের বিমানবাহিনী পাকিস্তানের ১০০ কিলোমিটার অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে। সোমবার পাকিস্তান সরকারের সূত্র থেকে এই তথ্য প্রকাশ করা হয়। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।
পাকিস্তানের হামলা নিয়ে ওই সূত্র সাংবাদিকদের জানায়, ইসরাইলি সাহায্য নিয়ে ভারত রাজস্থানের বিমানঘাঁটি থেকে পাকিস্তানে বিমানহামলার পরিকল্পনা করে। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের ১০০ কিলোমিটার অভ্যন্তরে এ হামলার পরিকল্পনা করা হয়। ঙ্কিন্তু এই হামলার ভারতের গোয়েন্দা্রা তথ্য পেয়ে যায় যে, হামলা করা হলে এর পাল্টা জবাব দেবে পাকিস্তান। এরপরই বিমান হামলার পরিকল্পনা বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর