পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইক নিয়ে আবারও প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি। বললেন, ‘সেনাবাহিনীর পোশাক নিয়ে বিজেপি রাজনীতি করছে।
ওদিকে বিজেপির পক্ষ থেকেও মমতার এই মন্তব্যকে পাকিস্তানের সুরে গান গাওয়া বলে কটাক্ষ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি রাজ্য দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি মৃত জঙ্গিদের লাশের হিসাব চাইছেন। বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গে ছোট আঙ্গারিয়ার যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের লাশ কি মমতা গুনেছিলেন। তবে কি করে মমতা ব্যানার্জি ওই লাশের হিসাব তুলে আন্দোলন করেছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন