দুই হিন্দু কিশোরীকে অপহরণ ও জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া নিয়ে ইতোমধ্যেই কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। তার কয়েকদিনের মধ্যেই আরও একজন হিন্দু কিশোরীকে অপহরণ করা হল। গত সোমবার রাতে সিন্ধু প্রদেশ থেকে অপহরণ করা হয় ওই হিন্দু কিশোরীকে।
এই নিয়ে গত এক মাসে এমন ৭টি ঘটনা ঘটল। যেখানে জোর করে হিন্দু কিশোরীদের অপহরণ করে ধর্মান্তরিত করা হয়। এই একই সময়ে ২ জন হিন্দুর মৃত্যুও হয়েছে। জানা গেছে, সোমবার অপহৃত কন্যার নাম মালা কুমারী মেঘওয়ার। সিন্ধুর বাদিন জেলায় নিজের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে ১৬ বছরের এই কিশোরীকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি হিন্দু জানিয়েছেন, এ ঘটনার এফআইআর নিতেও অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। সূত্রের দাবি, পরে সিন্ধুর সংখ্যালঘু মন্ত্রী হরি রাম কিশোরী লাল সোমবার রাতের অপহরণের ঘটনায় পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর