২৪ এপ্রিল, ২০১৯ ০১:০১

সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদ

অনলাইন ডেস্ক

সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদ

ফাইল ছবি

সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আল-জাজিরা'র।

সৌদি আরবেড় রাজধানী রিয়াদ ছাড়াও মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ২ জনের অপরাধ এতই গুরুতর ছিল যে শিরচ্ছেদের পরে তাদের ক্রুসবিদ্ধ করা হয়। 

উল্লেখ্য, অতি রক্ষণশীল সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্তদের শিরচ্ছেদ করা হয়। সৌদি সরকারি পরিসংখ্যান অনুসারে, এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছর এই সংখ্যাটা ১৪৯ ছিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর