রাশিয়ার সুখোই সুপারজেট-১০০ নামে যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণের আগে আগুন ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪১ জন। এসময় আহত হয়েছেন আরো অনেকে।
এদিকে বিমানটির পাইলট ডেনিস ইয়েভডোকিমভ জানিয়েছেন, বিমানটি বজ্রপাতের কারণেই দুর্ঘটনায় পড়ে।
তিনি বলেন, বিমানটি আকাশের ওড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের কারণে বিমানটির যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এতে তিনি দ্রুত জরুরি অবতরণ করতে যান। কিন্তু অবতরণের সময় ফুয়েল ট্যাংকে আগুন লেগে যায়।
রবিবার দেশটির শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী বিমানটিতে আগুন লাগার পর জরুরি অবতরণের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন শিশু ও একজন ফ্লাইট এটেনডেন্টও আছেন।
জানা যায়, সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল। রাজধানী মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাত্রার কথা ছিল বিমানটির।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন নয় জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। খবরে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন