পুত্রসন্তানের জন্ম দিলেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। ব্রিটেন সময় সোমবার সকাল অর্থাৎ স্থানীয় সময় ভোর ৫টা ২৬ মিনিটে মেগান পুত্রসন্তানের জন্ম দেন।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেগানের স্বামী প্রিন্স হ্যারি।
গত বছর ১৯ মে রাজকীয়ভাবে পরিণয়বদ্ধ হন রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেল। বিয়ের একবছর পূর্ণ হওয়ার আগেই সুখবর দিলেন এই দম্পতি।
সন্তানের জন্মের সময় স্ত্রী মেগানের পাশেই ছিলেন প্রিন্স হ্যারি। ছেলের জন্মের পরে হাসপাতালের বাইরে বেরিয়ে সাংবাদিকদের হ্যারি বলেন, তিনি আনন্দে ভাসছেন। প্রথমবার বাবা হওয়ার আনন্দ একেবারেই আলাদা। স্ত্রী মেগানকে নিয়ে তিনি গর্বিত বলেও জানান হ্যারি। তিনি বলেন, এখনো পর্যন্ত সন্তানের নাম কী হবে তারা ঠিক করে উঠতে পারেননি।
সূত্র: দ্য টেলিগ্রাফ
বিডি প্রতিদিন/কালাম