বিশালাকার এক হাঙর মাছ ধরা দিল দক্ষিণ গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। আর এই ধরনের হাঙর মাছ পৃথিবীর সব থেকে বড় প্রজাতির মাছ।
সোমবার ডামাস শোরে রক্তাক্ত অবস্থায় মাছটি দেখতে পান গ্রামবাসীরা। গুজরাট বন দফতর এবং মৎস্যজীবীদের প্রচেষ্টায় পরে মোটরাইজড ফিশিং বোটের সাহায্যে গভীর সমুদ্রে ছেড়ে আসা হয় বিশালাকার এই মাছটিকে।
বন দফতরের কর্মীরা জানিয়েছেন, ১৫ ফুট লম্বা এই মাছের ওজন প্রায় ২৫০ কেজি। সোমবার দুপুরে বিরাট এই মাছটিকে লক্ষ্য করেন গ্রামবাসীরা। তারপর বেশ কিছু মৎস্যজীবী মিলে জাল দিয়ে মাছটিকে ধরেন। জাল কেটে মাছটিকে বার করা হয়। সমুদ্রেই পাথুরে কোনও জায়গায় আঘাত পায় ওই মাছটি। আর তার ফলেই তার শরীরে রক্তপাত হতে থাকে।
গুজরাটের উপকূলবর্তী অঞ্চলেই ওই মাছের প্রজনন বলে জানা গেছে। এই ধরণের হাঙরগুলো আফ্রিকা থেকে আরব সাগরে হয়ে সৌরাষ্ট্র আসে প্রজননের জন্য।
সুরাট বন দফতরের এক কর্মকর্তা পুনিত নায়ারের কথায়, "এই প্রথম বার লবিরল প্রজাতির এই হাঙরের দেখা মিলল। পরে সমুদ্রে মাছটিকে ছেড়েও আসা হয়।"
বিডি প্রতিদিন/কালাম