ফের জেগে উঠেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবাং আগ্নেয়গিরি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই ৬৫০০ ফুট উঁচু ধোঁয়া আর ছাইয়ের স্তম্ভ সুমাত্রার আকাশ ঢেকে ফেলেছে। তার জেরে পর্বতের পাদদেশ লাগোয়া গ্রামগুলি পুরোপুরি ছাই আর পাথরের আস্তরণে চাপা পড়েছে।
ইন্দোনেশিয়া প্রশাসন পর্বত সংলগ্ন এলাকায় চরম সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তর এখনও সুমাত্রার উপরে আকাশপথে নিষেধাজ্ঞা জারি না করলেও অগ্ন্যুৎপাতের ফলে বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। নদী দিয়ে গরম লাভার স্রোত বইতে পারে এই আশঙ্কায় নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
দেশটির ভূবিজ্ঞানীরা জানালেন, ৪০০ বছর ধরে ঘুমিয়ে থাকার পর ২০১০ সালে প্রথমবার জেগে উঠেছিল সিনাবাং। তারপর ২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালেও অগ্ন্যুৎপাত হয়েছিল। তার মধ্যে ২০১৬ সালের অগ্ন্যুৎপাতে সাত জনের মৃত্যু এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এলাকার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর