পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক টি-৯০ ভীষ্ম রাশিয়ান ট্যাঙ্ক মোতায়েন করতে যাচ্ছে ভারত। মোট ৪৬৪টি ট্যাঙ্ক মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই যুদ্ধ ট্যাঙ্কগুলি ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে মোতায়েন করা হবে। ১৩ হাজার ৪৪৮ কোটি টাকার চুক্তি অনুযায়ী রাশিয়ায় তৈরি এই ট্যাঙ্ক ভারতের সেনাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
'মেক ইন ইণ্ডিয়া' প্রকল্পে চেন্নাইয়ের আভাদি এলাকার বিশেষ অস্ত্র কারখানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক ভীষ্ম ট্যাঙ্ক। রাশিয়ার প্রযুক্তির সাহায্যে এই ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এক মাস আগেই এই ট্যাঙ্কের নির্মাণ চুক্তি ছাড়পত্র পেয়েছে ভারত।
সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনার কাছে এই মুহূর্তে প্রায় ১০৭০টি ট্যাঙ্ক রয়েছে। তাছাড়াও রয়েছে ১২৪টি অর্জুন ও ২৪০০টি পুরোন মডেলের টি-২৭ ট্যাঙ্ক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও কলকাতা ২৪*৭
বিডি প্রতিদিন/ফারজানা