নিজের সহজ টোটকায় উপায় বেরিয়ে যায় আট থেকে আশির। তার হস্তক্ষেপে গলতে শুরু করে দেশ বিদেশের অশান্তির বরফ। সেই দালাই লামার বয়স এখন ৮৩। জীবনের এই সন্ধিক্ষণে তার উত্তরসূরি যে কে হবে, তা নিয়ে প্রশ্ন চলতেই থাকে অনর্গল। সেই প্রশ্নই ঘুরেফিরে আর একবার দলাই লামার কাছে যেতেই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। তিব্বতের আধ্যাত্মিক এই নেতা বলেন, ‘যদি নারী হয়, তাহলে তাকে আকর্ষণীয় হতে হবে।’
দালাই লামার এই মন্তব্যের জের ধরে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার নিজ কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা কৌতুক করে নারী বিষয়ক ওই মন্তব্য করেছিলেন।
গেল মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দেন ভারতে নির্বাসনে থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী দালাই লামা আসেন তাহলে তিনি আরও আকর্ষণীয় হবেন। এ নিয়ে বিতর্ক শুরু হলে তার কার্যালয় থেকে ওই মন্তব্যের ব্যাখ্যা দেয়া হয়।
ব্যাখ্যায় বলা হয়, তিনি যা বলেছেন তাতে মানুষ আহত হওয়ায় গভীর অনুতপ্ত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের তিব্বতের ফেরার স্বপ্ন এবং শরণার্থী ইস্যুতে মতামত দেন ৮৪ বছরে পা দিতে যাওয়া এই ধর্মীয় নেতা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম