সিরিয়ায় স্থল সেনা মোতায়েন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ নাকচ করে দিয়েছে জার্মানি। বার্লিনের এই অবস্থানে ট্রাম্প ক্ষিপ্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাজধানী বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ত এ মন্তব্য করেন।
ট্রাম্প চান মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে ইউরোপের দেশগুলো আরো বড় ভূমিকা পালন করুক। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি রবিবার বার্লিনে জানিয়েছেন সিরিয়ায় স্থল সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটন বার্লিনকে অনুরোধ করেছে। সিরিয়া বিষয়ে আলোচনার জন্য জেফরি বার্লিন সফর করেন। সে সময় তিনি বলেছিলেন, আমরা আশা করি জার্মানি আমাদের অনুরোধ নাকচ করবে না।
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট বিমান হামলা চালিয়ে আসছে বলে দাবি করে থাকে। তবে এ জোটের হামলায় দায়েশের দৃশ্যমান কোনো ক্ষতি হয়েছে বলে পরিষ্কার নয়। এর বিপরীতে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সিরিয়ার বহু সেনা ও বেসামরিক লোকজন নিহত হয়েছে। সিরিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে আমেরিকা বা কথিত এ জোট সিরিয়া কিংবা জাতিসংঘের অনুমতি নেয় নি।
বিডি প্রতিদিন/০৯ জুলাই, ২০১৯/আরাফাত