১৮ জুলাই, ২০১৯ ০৯:১৯

কূটনীতিক হত্যায় প্রতিশোধের হুমকি তুরস্কের, শোক প্রকাশ ইরানের

অনলাইন ডেস্ক

কূটনীতিক হত্যায় প্রতিশোধের হুমকি তুরস্কের, শোক প্রকাশ ইরানের

ইরাকের এরবিল শহরের একটি রেস্টুরেন্টে তুরস্কের একজন কূটনীতিক ও একজন কনস্যুলেট কর্মীকে গুলি করে হত্যার প্রতিশোধের হুমকি দিয়েছেন তুর্কি সরকার। দেশটি এরই মধ্যে সম্ভাব্য  হামলাকারীদের চিহ্নিত ও পাকড়াও করতে প্রচেষ্টা শুরু করেছে। 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এ হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।

এদিকে, তুর্কি কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে আরও বলেছেন, এ হামলার ঘটনা আবারো প্রমাণ করেছে সন্ত্রাসবাদকে পরাভূত করতে আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। 

অন্যদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ তুর্কি কূটনীতিকের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, অপরাধীদের ধরতে সবগুলো নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছে বাগদাদ।

প্রসঙ্গত, এরবিল হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী শহর। তুর্কি সরকার তুরস্ক ও ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করে বলে কুর্দি বিদ্রোহীরা আঙ্কারার ওপর ক্ষুব্ধ।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর